পার্সপোর্ট এর ঝামেলা ছাড়াই তৈরি করুন ডুয়াল কারেন্সি কার্ড।ফেইসবুক এড হবে এখন আরো সহজ।

ফেইসবুকে বুস্ট/ক্যাম্পেইন রান করা এবং আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে ডলার দিয়ে কেনাকাটার ক্ষেত্রে আমাদের ডুয়াল কারেন্সী Visa/Master Card এর প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু অনেকেরই পার্সপোর্ট না থাকায় এই কাজগুলো করতে পারেনা।তাই এই সমস্যা সমাধানে বেস্ট অপশন হতে পারে ২টি কার্ডঃ
1. Redotpay Virtual Card
2. Tavau Virtual Card

এগুলো নেয়ার জন্য কি কি লাগবেঃ
✔️ জাস্ট আপনার NID কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

কিভাবে এখানে এপ্লাই করবো?
1. Redotpay কার্ড নেয়ার জন্য নিচের লিংকে ক্লিক করে সকল তথ্য দিয়ে সাইনাপ করে ফেলুন।
🌐 https://url.hk/i/en/qs2zr

2. Tavau কার্ড নেয়ার জন্য নিচের লিংকে ক্লিক করে সকল তথ্য দিয়ে সাইনাপ করে ফেলুন।
🌐https://tevau.io/invite_registration/#/?inviteCode=851070

কার্ড নিতে কত ডলার লাগবে?
✔️Redotpay কার্ড নেয়ার জন্য 10$ লাগে তবে উপরে লিংকে ক্লিক করে কার্ডের জন্য এপ্লাই করলে 5$ ওয়ালেটে বোনাস হিসেবে পাওয়া যাবে।

✔️Tavau কার্ড নেয়ার জন্য 20$ লাগে তবে উপরে দেয়া লিংকে ক্লিক করে এপ্লাই করলে 8$ এ কার্ড নেয়া যাবে।

কার্ডের মেয়াদ কতদিন?
উভয় কার্ডের মেয়াদ ৩বছর।

কোন Transaction Fee আছে?
উভয় কার্ডের ক্ষেত্রে ১% ফি কেটে থাকে।

Failed Transaction Fee আছে?
✔️ফেইসবুক এডস ম্যানেজার থেকে যখন ডলার কাটবে তখন যদি Redotpay কার্ডে সেই পরিমানে ডলার না থাকে সেক্ষেত্রে 0.5$ অতিরিক্ত চার্জ কেটে থাকে।তবে প্রতি মাসে এমন ৩বার ফ্রি থাকে আর ৩বারের পরে যদি কার্ডে ডলার না থাকে তাহলে চার্জ করবে।

এই সমস্যা থেকে বাচার জন্য যত ডলারের ক্যাম্পেইন/বুস্ট করবেন সেই পরিমানে ডলার কার্ডে প্রথমেই লোড করে রাখুন তাহলে আর কোন ঝামেলা নেই।

Tavau Card-
✔️এটাতে আবার কোন Failed Transaction Fee নেই।

বাংলাদেশে কোন কার্ডের ইউজার বেশী?
✔️Redotpay

কোথায় ডলার পাবো?
ডলারের জন্য Binance এ একাউন্ট ক্রিয়েট করতে হবে।Binanace এ একাউন্ট ক্রিয়েট করার জন্য Youtube এ এই বিষয় সার্চ করলে অনেক ভিডিও পাওয়া যাবে সেগুলো দেখে সহজেই একাউন্ট খোলা যেতে পারে আর Binanace থেকে বিকাশ/নগদের মাধ্যমে ডলার নেয়া যায় খুব সহজেই।তবে লোকালি অনেক মার্চেন্ট আছে যাদের কাছ থেকে এই ডলার সহজেই বিকাশ/নগদ/ব্যাংক এর মাধ্যেমে কয়েক মিনিটে নেয়া যেতে পারে আর সেক্ষেত্রে Binance এ একাউন্ট দরকার নেই।

ডলার রেট কত টাকা?
বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে তবে সকল খরচ মিলিয়ে ১৩০/১৩২/১৩৩/১৩৪/১২৮টাকা এই রকম পরতে পারে প্রতি ডলার রেট।

বাংলাদেশী কার্ড এর যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন।

✔️বাংলাদেশী কার্ড নেয়ার জন্য পার্সপোর্ট লাগবে।
✔️প্রতি বছর 12,000$ ডলারের বেশী ব্যাবহার করা যায়না।

বাংলাদেশী ডুয়াল কারেন্সী কার্ড এর খরচ কি কি?
প্রথতমতঃ এই কার্ড দিয়ে ফেইসবুকে পেমেন্ট করলে ফেইসবুক মোট ডলারের উপরে ১৫℅ চার্জ করে থাকে।

দ্বিতীয়তঃ মোট ডলারের উপরে ব্যাংক আবার ১৫℅ চার্জ করে থাকে।এটা বাংলাদেশ ব্যাংক এর রুলস।

একটু হিসেব করে দেখি:
ধরুন,
আজকে ডলার রেট 122 × 15% ফেইসবুক চার্জ × 15% ব্যাংক চার্জ = 158.6 (টাকা) প্রতি ১ডলারে খরচ হবে তাহলে আজকের দিনে।

এখান থেকে ফেইসবুক এড একাউন্টে BIN নাম্বার ব্যাবহার করা যায় আর এটা করলে ফেইসবুক যে অতিরিক্ত 15% চার্জ করতো সেটা আর করবেনা।

সেক্ষেত্রে ডলার রেট দাড়ায়-
ডলার রেট 122 × 15% ব্যাংক চার্জ =140.3 (টাকা) প্রতি ১ডলারে খরচ হবে।

একটা ভুল ধারনা:
অনেক ব্যাংক প্রতি ডলারের সাথে সাথেই ব্যাংকের 15% চার্জ কেটে নেয় কিন্তু আবার অনেক ব্যাংক এই ১৫℅ চার্জ সাথে সাথে না কেটে মাসিক কেটে থাকে ফলে অনেকেই মনে করে যে তার ডলার রেট ১২২টাকাই কাটতেছে আসলে ডলার রেটের সাথে অতিরিক্ত ১৫℅ কাটবে কিন্তু কয়দিন পরে আর এটা বাংলাদেশ ব্যাংকের রুলস যা অমান্য করার ক্ষমতা কোন ব্যাংকের নেই।

বাংলাদেশী কোন ব্যাংকের কার্ড বেশী ভাল?
সব ব্যাংকের কার্ডই ভাল তবে Eastern Bank Ltd,City Bank এর কার্ড নিয়ে ইউজারদের ভাল ফিডব্যাক রয়েছে এবং তাদের সেবার মান ও ভাল।

সতকর্তাঃ
উদ্যোক্তাদের সুবিধার জন্য কার্ড রিলেটেড অনেক তথ্য দেয়া হয়েছে কিন্তু এই কার্ড সংক্রান্ত যেকোন ধরনের সমস্যা নিজ দায়িত্ব সমাধান করা,বুঝে নেয়া সহ সকল দায়ভার যিনি কার্ড নিবেন তার।
এই ধরনের কোন বিষয় IT Monjil এর কোন প্রকার দায় নেই।


 

Share On

Facebook
WhatsApp
Telegram
LinkedIn
Twitter
Pinterest
Email